চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোমের পথে বিমানের প্রথম ফ্লাইট

প্রকাশ: ২৭ মার্চ, ২০২৪ ১২:১৮ : অপরাহ্ণ

 

প্রথমবারের মতো ঢাকা থেকে সরাসরি ইতালির রোমে গেছে বিমান বাংলাদেশের ফ্লাইট। বাংলাদেশ সময় আজ ২৬শে মার্চ দিবাগত রাত সাড়ে ৩ টায় রওনা হয় বিমানের একটি ফ্লাইট। ফ্লাইটটি রোমে পৌঁছাবে স্থানীয় সময় ২৭শে মার্চ সকাল সাড়ে ৮টায়।

উড়োজাহাজটির ধারণ ক্ষমতা ২৭১ জন। এরমধ্যে বিজনেস ক্লাসে ২৪জন এবং ইকোনমিক ক্লাসে ২৪৭ জন। এর আগে মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের উদ্বোধন করা হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আযিম বলেন, বিমান বাংলাদেশ সাফল্যের সঙ্গে কাজ করে আর্থিক ও দক্ষতার দিক থেকে এগিয়ে রয়েছে। গত ১০ বছরে প্রতিষ্ঠানটি সেবার দিক দিয়ে লাভে রয়েছে। বিমানে জনবল সংকট সমাধানে ২৯ ক্যাটাগরিতে ৯শ’ জনকে গত বছর নিয়োগ দেয়ার কথাও জানান তিনি।

প্রযুক্তি, দক্ষ জনবল, যন্ত্রপাতি ও আর্থিক দিক থেকে  বিমান বাংলাদেশ যে কোন দেশের বিমানকে চ্যালেঞ্জ করতে পারবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক।

 

Print Friendly and PDF