প্রকাশ: ২৭ মার্চ, ২০২৪ ১২:৩২ : অপরাহ্ণ
বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আলু আমদানি করা হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে চারটি চালানে এক হাজার মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।
আজ (বুধবার) সকালে চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভারতের পেট্রাপোল বন্দর হয়ে গত ১৩ই মার্চ ৮টি ট্রাকে ২০০ মেট্রিক টন, ১৪ই মার্চ ৮টি ট্রাকে ২০০ মেট্রিক টন, ১৯শে মার্চ ১২টি ট্রাকে ৩০০ মেট্রিক টন এবং শেষ ২৪ শে মার্চ রাতে আরও ১২টি ট্রাকে ৩০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়।
আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস।
এবিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, আমদানিকৃত আলুর তিনটি চালানের সাতশ মেট্রিক টন ইতোমধ্যে বন্দর থেকে ছাড়করণ করা হয়েছে। শেষ চালানের ১২ ট্রাকের ৩০০ মেট্রিক টন আলু বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। আমদানিকারক খালাসের অনুমতি চাইলে দ্রুত ছাড়করনের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।