চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শহরের বস্তিতে বেশি বরিশালের মানুষ

প্রকাশ: ২৪ মার্চ, ২০২৪ ৩:৩৬ : অপরাহ্ণ

 

অনেকেই মজা করে বলে থাকেন, ঢাকা শহরে নাকি বরিশালের মানুষ সবচেয়ে বেশি। প্রচলিত এই কথাটি কি তবে সত্যি হতে চলেছে? উচ্চ বা মধ্যবিত্তের হিসাব না জানালেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, শহরের বস্তিতে থাকা প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষই বরিশালের।

সম্প্রতি বিবিএস স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩ (এসভিআরএস)-এর চূড়ান্ত প্রতিবেদন তাদের ওয়াবসাইটে প্রকাশ করেছে।

 

প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গত একবছরে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ১ দশমিক ৪০ থেকে কমে ১ দশমিক ৩৩ এ নেমে গেছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমেছে। স্বাভাবিক সন্তান প্রসবের হার কমে সিজারিয়ান অপারেশনে সন্তান প্রসবের হার বেড়েছে।

 

অপরদিকে প্রতিবেদনটিতে আরও উঠে আসে, কিশোরী নারীদের সন্তান জন্ম দেয়ার হার বেড়েছে। শিশুদের জন্মনিবন্ধনের হার শহর ও গ্রাম উভয় জায়গাতেই কমেছে। শিশু মৃত্যুর হার বেড়েছে। অপরদিকে গেল এক বছরে স্বাভাবিক মৃত্যুর চেয়ে হৃদরোগ, মস্তিস্কে রক্তক্ষরণসহ জটিল রোগে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে।

 

এছাড়া ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা শতকরা ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। বেড়েছে মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যার হার। দেশে স্বাক্ষরতার হার বেড়েছে শতকরা ১ দশমিক ১ ভাগ। সাধারণ শিক্ষায় আগ্রহের হার কমলেও, বেড়েছে কারিগরি শিক্ষায়। এছাড়া বেড়েছে উন্নত স্যানিটেশন ব্যবহারকারীর সংখ্যাও। মাতৃমৃত্যুর হার কমে গিয়েছে অনেক।

 

সুত্র:যমুনা অনলাইন

Print Friendly and PDF