চট্টগ্রাম, রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পচা খেজুর বিক্রির দায়ে ২০ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ২১ মার্চ, ২০২৪ ১০:৩১ : পূর্বাহ্ণ

 

মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর রাখার দায়ে পুরান ঢাকার জান্নাত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে পুরান ঢাকার ফরাশগঞ্জে সিটি আইস এন্ড কোল্ড স্টোরেজ লিমিটেডে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জান্নাত ট্রেডার্সকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী এই অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুর রহমান। এছাড়াও, দুটি সেমাই কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

সাইফুর রহমান বলেন, কোল্ড স্টোরেজে পচা খেজুর পাওয়া গেছে। তারই পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট তাদের ২০ লাখ টাকা জরিমানা করেছেন। আর দুটি সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেখানে পচা সেমাই পাওয়া গেছে। সেগুলো ধ্বংস করে দেয়া হবে বলে জানান তিনি।

 

Print Friendly and PDF