চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের হতদরিদ্র হাজারো পরিবারের মাঝে দুইদিনব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করেছেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান

প্রকাশ: ১৮ মার্চ, ২০২৪ ১০:১৩ : পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের হতদরিদ্র পরিবারের মাঝে দুইদিনব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করেছেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে এই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়।

প্রায় ১ হাজারেরও বেশি দুস্থ অসহায় কমসৌভাগ্যবান পরিবারের মাঝে ১৬ ও ১৭ মার্চ ২০২৪ দুইদিনের মানসম্মত ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব মোহাম্মদ ইমরানের সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী, লায়ন্স জেলা গভর্নরের বিশেষ সমন্বয়ক ও বিশিষ্ট নারী উদ্যোক্তা লায়ন নিশাত ইমরান।

এ সময় লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, আল্লাহ্ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা স্বাচ্ছন্দ্যে দুমুঠো ভালোমন্দ খেয়ে-পরে চলতে পারছি। কিন্তু আমাদের আশেপাশে প্রচুর কম সৌভাগ্যবান আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশি হতদরিদ্র পরিবার আছেন। তাঁদের পাশে দাঁড়ানো একজন সাচ্চা মুসলমান এবং মানবিক মানুষ হিসেবে আমার আপনার সকলের দায়িত্ব। এটা তাঁদের প্রতি আমাদের দয়া বা অনুগ্রহ নয়, বরং এটা আমাদের উপর গরীব মানুষগুলোর হক।

Print Friendly and PDF