প্রকাশ: ১৭ মার্চ, ২০২৪ ১:৫৯ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের মানবিক শিক্ষায় গড়ে তুলতে হবে। তাদেরকে দেশপ্রেম, খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। আজ রোববার (১৭ই মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার আমাদের দেশের শিশুদের বেড়ে উঠার সব পথ তৈরি করে দিয়েছে। যার ফলে এখন ৯৮ ভাগ শিশু স্কুলে যায়। তিনি জানান, শিশুকাল থেকেই যাতে দেশের নাগরিকেরা প্রযুক্তিগত শিক্ষা পায় সে ব্যবস্থা করে দিয়েছে তাঁর সরকার।
শেখ হাসিনা বলেন, ছোটবেলা থেকেই শিশুদের কতগুলো শিক্ষা দিতে হবে। তাদেরকে রাস্তা পারাপার, রাস্তার নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং অপচয় বন্ধ করার শিক্ষা দিতে হবে। তাহলেই তাদেরকে মানুষের মত মানুষ এবং সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তোলা যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, আজকে যারা শিশু অধিকার, শিশু শিক্ষা ও মানবাধিকারের কথা বলে, গাজায় শিশুদের উপরে যখন বোমা ফেলা হয় তখন তারা কোথায় থাকে?