চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাজার সিন্ডিকেট ভাঙবে: ওবায়দুল কাদের

প্রকাশ: ১৫ মার্চ, ২০২৪ ১:৫২ : অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার একশানে আছে। শিগগিরই এর ফল পাওয়া যাবে। তিনি সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, “সিন্ডিকেট ভাঙবে। এর সাথে কারা কারা জড়িত সেটি ক্ষতিয়ে দেখা হবে।”

 

এসময় ওবায়দুল কাদের আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকারবিরোধী মনোভাব থেকে বাজারে এরকম সিন্ডিকেট হচ্ছে কি না সেটি সরকার ক্ষতিয়ে দেখছে। তিনি বলেন, সরকার সিন্ডিকেট দমনে ব্যর্থও নয় তাদের কাছে জিম্মি ও নয়।

বিএনপির আগাম জাতীয় নির্বাচনের দাবী প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে। সরকারের পরিবর্তন চাইলে আরেকটা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বিএনপিকে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোন ব্যবস্থা নেই।

তিনি মন্তব্য করেন, “বিএনপি নেতারা আরাম আয়েশে সময় কাটাচ্ছেন। কর্মীদের আশা দিয়ে মাঠে নামিয়েছিলেন। তারা হতাশ। নেতাদের ডাকে কর্মীরা আন্দোলন করবে সে অবস্থা নেই।”

 

 

Print Friendly and PDF