চট্টগ্রাম, রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার অস্কার পেলেন যারা

প্রকাশ: ১১ মার্চ, ২০২৪ ৩:০১ : অপরাহ্ণ

 

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার- অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৬তম আসর।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় রোববার দেয়া হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সেরাদের পুরস্কার। চতুর্থ বারের মত এবারের অস্কার সঞ্চালনায় ছিলেন আমেরিকান টিভি তারকা জিমি কিমেল।

 

ওয়াটার ডিজনি কোম্পানীর মালিকানাধীন এবিসি টেলিভিশন নেটওয়ার্ক বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে সরাসরি সম্প্রচার করেছে অনুষ্ঠানটি।

এবার সেরা সিনেমার পুরস্কার জিতেছে পারমাণবিক বোমা আবিষ্কারকের বায়োপিক ‘ওপেনহেইমার’। সেরা পরিচালক, সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা ও সেরা পার্শ্ব চরিত্রসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে এই বায়োপিক। ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতলেন ক্রিস্টোফার নোলান।

অস্কারের এবারের আসরে বিজয়ী হয়েছেন যারা-

 

সেরা চলচ্চিত্র: ওপেনহাইমার

সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিং)

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: ডা’ভিন জয় র‌্যানডলফ  (দ্য হোল্ডওভার্স)

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অফ এ ফল-

সেরা রূপান্তরিত চিত্রনাট্য: অ্যামেরিকান ফিকশন

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা প্রামাণ্যচিত্র: টোয়েন্টি ডেজ ইন মারিউপোল

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: দ্য জোন অফ ইন্টারেস্ট (যুক্তরাজ্য)

সেরা মৌলিক গান: বার্বি (হোয়াট ওয়াজ আই মেড ফর?)

সেরা মৌলিক সুর: ওপেনহাইমার

সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ওয়ার ইজ ওভার! ইনস্পায়ার্ড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো

সেরা তথ্যচিত্র (স্বল্প দৈর্ঘ্য): দ্য লাস্ট রিপেয়ার শপ

সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: গডজিলা মাইনাস ওয়ান

সেরা সম্পাদনা: ওপেনহাইমার

সেরা কস্টিউম ডিজাইন: পুওর থিং

সেরা শব্দ ধারণ: দ্য জোন অফ ইন্টারেস্ট

সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিং

সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: পুওর থিং

 

Print Friendly and PDF