প্রকাশ: ১১ মার্চ, ২০২৪ ১২:৩৩ : অপরাহ্ণ
সৌদি আরবে আজ থেকে রোজা শুরু হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমস এই তথ্য জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতেও বাংলাদেশ সময় সোমবার থেকে রোজা শুরু হয়েছে। তবে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই গতকাল রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে এই দেশগুলো।
অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমাম, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, কাউন্সিল অব ফতোয়া এবং শরিয়া আরবিট্রেশনের সহযোগিতায় দেশটির গ্র্যান্ড মুফতি জানিয়েছে, সোমবার শাবান মাস শেষ হবে। ফলে মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।