চট্টগ্রাম, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজকে ছাড় দেবেন না পরী মণি

প্রকাশ: ১১ মার্চ, ২০২৪ ১:০৫ : অপরাহ্ণ

 

ব্যক্তিগত জীবন, অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি অনেক কথা বলেছেন ঢাকাই সিনেমার নায়িকা পরি মণি। কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন সাবেক স্বামীকে নিয়েও।

শরিফুল রাজকে নিয়ে কথা বলতে গিয়ে অনেক আক্ষেপ করেছেন এ অভিনেত্রী। তিনি বলেন, রাজ ছেলের কোনো খোঁজখবর রাখেন না। নিজের সন্তানের কোনো দায়িত্বও বহন করে না। এমনকি তাদের সন্তান ’পদ্ম’কে শুধু পরীমণির সন্তান বলায় রাজকে ছাড় দেবেন না পরীমণি।

 

 

পরি মণি বলেন, এটা তো তারও সন্তান। শুরু থেকেই নিজের সন্তানের খোঁজ খবর এবং দায়িত্ব আমি নিজেই নিয়েছি। এক্ষেত্রে কাওকে পাশে চাননা তিনি।

তিনি জানান- রাগ, ক্ষোভ, অভিমান কিছুই আর অবশিষ্ট নেই দুই জনের মাঝে।

পরিশেষে, প্রাক্তন স্বামীকে উদ্দেশ্য করে পরীমনি বলেন, নিজের সন্তানের বাবাকে তিনি অসম্মান করতে চান না। সন্তানের বাবা হিসেবে রাজের প্রতি যথাযোগ্য সম্মান তিনি রাখতে চান।

 

Print Friendly and PDF