চট্টগ্রাম, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বর্ণের তৈরি ‘বেডকভার’

প্রকাশ: ৪ মার্চ, ২০২৪ ১:৩২ : অপরাহ্ণ

 

প্রাচীনকাল থেকেই আভিজাত্যের অন্যতম প্রতীক স্বর্ণ। তা সে অলঙ্কারই হোক বা সোনা দিয়ে তৈরি অনান্য নানান চমকপ্রদ জিনিস। যে তালিকার নবতম সংযোজন সোনা দিয়ে তৈরি ‘বেডকভার’।

বিশ্বাস করতে খানিক কষ্ট হলেও, এটা সত্য এবার কেউ ইচ্ছা করলেই ঘুমাতে পারেন এই সোনার বিছানায়। যার ব্যবস্থা করেছে ইতালির মিলানের পাঁচতারা একটি হোটেল।

 

 

স্বর্ণের বেডকভার, স্বপ্ন মনে হতে পারে। দাম শুনলে চোখ কপালে উঠে যেতে পারে। এটি বিশ্বের সবচেয়ে দামি বেডকভার বলে দাবি করেন, ইতালির ওই হোটেল সংস্থা। বেডকভারটি ২৪ ক্যারেট সোনার দিয়ে বোনা হয়েছে। দাম ছ’ অঙ্ক ছাড়িয়ে। লিলেন কাপড়ে সোনার সাথে বোনা বেডকভারে ঘুমাতে হলে যে বিপুল অর্থ ব্যয় করতে হবে তা আর বলার অপেক্ষা রাখেনা।

 

তবে সাম্প্রতিক সময়ের জন্য হোটেল সংস্থার পক্ষ থেকে তাদের প্রেসিডেন্সিয়াল স্যুটের অতিথিদের জন্য বিশেষ এক প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে । এক রাতের জন্য বাংলাদেশী মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা দিলেই পরশ মিলতে পারে অভিনব এই বেডকভারটির।

 

 

সূত্র: বৈশাখী অনলাইন

Print Friendly and PDF