চট্টগ্রাম, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে মহিলা আওয়ামীলীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৪৯ : পূর্বাহ্ণ

 

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল করেছে পিরোজপুর জেলা মহিলা আওয়ামীলীগ। আজ মঙ্গলবার বিকেলে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজেনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রিয় মহিলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপিকা লায়লা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এডভোকেট কানাই লাল বিশ্বাস।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিদা বারেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মীরা চৌধুরী।

 

এসময় বিভিন্ন জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বায়ান্নোর ভাষা আন্দোলেনে শহীদ, একাত্তরের মুক্তিযোদ্ধে শহীদ এবং ৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতা সহ সকল শহীদদের আত্মার  মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

Print Friendly and PDF