চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১:০৬ : অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা নিয়ে কাজ করছে, যা অন্য কেউ করবেনা। এসময় তিনি বলেন কেউ ভূমিহীন গৃহহীন থাকবেনা। যাদের গৃহ ও জমি দেয়া হয়েছে তাদের খোঁজ নিন। জনগণের আস্থা অর্জন ও বিশ্বাস অর্জন করে কাজ করতে হবে। যারা এটা পারেনা তারা ব্যর্থ হয় বলে মন্তব্য করেন তিনি।

 

 

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ উদযাপন অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, জমি ফেলে না রেখে চাষাবাদে ব্যবহার করতে হবে। উৎপাদন বাড়াতে হবে। তাহলে কারও কাছে হাত পেতে চলতে হবেনা। সমন্বিত ভাবে সমবায়ের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। সোলার এনার্জি ব্যবহারে মনোযোগী হতে হবে সকলকে।

 

 

প্রধানমন্ত্রী বলেন দেশের কোন মানুষ হতদরিদ্র থাকবেনা। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে যে ওয়াদা দিয়েছেন তা রক্ষা করুন।

তিনি বলেন প্রকল্প বুঝে শুনে নিতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। অর্থ সাশ্রয় করতে হবে।

আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকারে বিপুল বাজেট দিয়েছে উন্নয়নের জন্য। প্রত্যেকটা মানুষ যেন নাগরিক সুবিধা পায় সেই পদক্ষেপ আমরা নিয়েছি।

 

 

তিনি বলেন রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখে স্থানীয় সরকার। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন বিশ্বে মাথা উঁচু করে চলবো। সবাই সহযোগিতা করলে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। বাংলাদেশ যেন পিছিয়ে না পড়ে।

সন্ত্রাস জঙ্গীবাদ দুর্নীতি মাদকমুক্ত করে সমাজ গড়ে তুলতে হবে। সেদিকে দৃষ্টি রেখে আপনারা দেশ এগিয়ে নিয়ে যাবেন।

 

Print Friendly and PDF