চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১:০২ : অপরাহ্ণ

 

দেশের মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার যাতে রক্ষা করা যায় সেজন্য সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্ট আয়োজিত ‘বাংলাদেশের-ভারতের অভিজ্ঞতা: দক্ষিণ এশিয়ার একবিংশ শতাব্দীর সাংবিধানিক আদালত’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

 

 

বিচার কাজ ডিজিটালাইজেশন, মামলা জট কমানোসহ নানা উদ্যোগের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি এসময়, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল বেআইনি ঘোষণা করায় সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পরে যারা পাকিস্তানি কায়দায় সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলো, তারা দেশকে পিছিয়ে দিয়েছে।

 

Print Friendly and PDF