চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে যাত্রী কমে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২৯ : পূর্বাহ্ণ

 

যাত্রী কমে যাওয়ায় পিরোজপুর জেলার নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কোন ঘোষণা ছাড়াই সম্প্রতি লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাটে এসে ফিরে যাচ্ছে যাত্রীদের অনেকেই। ক্রেতার সংকট হওয়ায় বিপাকে পড়েছে ঘাট কেন্দ্রিক দোকানদাররা। ঢাকা-পিরোজপুর নৌ-রুটে অন্তত একটি লঞ্চ চালু রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

কিছুদিন আগেও পিরোজপুরের ভান্ডারিয়া থেকে দুটি, তুষখালী থেকে একটি ও নাজিরপুর বৈঠাকাটা থেকে একটি করে মোট চারটি লঞ্চ ঢাকা-পিরোজপুর নৌরুটে চলাচল করতো। চলতো একটি স্টিমারও। ফলে প্রতিদিন লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যেত। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে লঞ্চে যাত্রীর সংখ্যা কমতে থাকে। সবশেষ, পিরোজপুর-ঢাকা রুটে দুটি লঞ্চ চললেও, যাত্রী সংকটে সম্প্রতি তাও বন্ধ করে দেয় মালিকপক্ষ।

 

 

কোন ঘোষণা ছাড়া লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় ঘাটে এসে ফিরে যাচ্ছেন যাত্রীদের কেউ কেউ। লোকসানে দিন পার করতে হচ্ছে ঘাটের দোকানগুলোকে।

অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় , সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় নৌপথে যাত্রী কমেছে। তবে জেলার কৃষিসহ বিভিন্ন পণ্য পরিবহনের ক্ষেত্রে লঞ্চ ব্যবহার করা যেতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, কম সময়ে সহজে যাতায়াতের জন্য বেশিরভাগ মানুষ বেছে নিচ্ছেন সড়কপথকে।

 

 

 

Print Friendly and PDF