চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুষ্পা-২ মুক্তির আগে কী সুখবর দিলেন আল্লু অর্জুন?

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১:০৫ : অপরাহ্ণ

 

আগামী ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা-২। এসে গেছে সিনেমাটির প্রথম টিজারও। সিনেমাটির অফিসিয়াল নাম ‘পুষ্পা-দ্যা রুল’। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা-দ্যা রাইজ’ এর সিক্যুয়েল এটি। ছবির দ্বিতীয় কিস্তি মুক্তির আগেই অভিনেতা আল্লু অর্জুন সুখবর দিলেন ভক্তদের। জানালেন, পুষ্পা ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণের ভাবনা।

 

 

ছবির তৃতীয় কিস্তির বিষয়ে আল্লু অর্জুন বলেন, পুষ্পা-৩ এর জন্য অপেক্ষা শুরু করে দিন। পুষ্পার তৃতীয় ভাগ নিয়ে আমাদের একটা ভাবনা আছে। সেটা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য। ‘পুষ্প-৩’ এর আগাম খবরের এক ঝলক আসতেই দর্শক ও অনুরাগীদের উত্তেজনা যেন তুঙ্গে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

 

২০২১ সালে মুক্তি পাওয়া পুষ্পা সিরিজের প্রথম সিনেমাটি ব্যবসা করেছিল ৩৫০ কোটি রুপি। আকাশচুম্বী জনপ্রিয়তা এবং বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শক ও সমালোচকদেরও মন জয় করে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক রিলস, এক্স (সাবেক টুইটার), টাম্বলার, ইউটিউবসহ সবখানে ভাইরাল হয়েছিল সিনেমাটির ছোট ছোট ভিডিও ক্লিপ। ‘পুষ্পা রাজ, আপুন ঝুকেগা নেহি সালা’- সংলাপটি সুনামির মত ছড়িয়ে পড়েছিল চারদিকে।

ভারতের স্বাধীনতা দিবসে এবার আসছে সিনেমাটির সিক্যুয়েল। ৩ মিনিট ১৫ সেকেন্ডের টিজারে দর্শকদের আগ্রহ এখন একটাই, পুষ্পা কোথায়? অবশ্য এটি জানতে ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।

 

 

উল্লেখ্য, গত বছর ৮ এপ্রিল আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা-২’-এর প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে নেট দুনিয়ায় হইচই পড়ে গিয়েছিল। এর আগে অভিনেতাকে এমন লুকে কখনও দেখা যায়নি বলে জানিয়েছিলেন নেটিজেনরা। লাল টকটকে কপালের সাথে সারা শরীর নীল, লেবুর মালাসহ জোড়া ভ্রু’র মাঝখানে চন্দন ফোঁটা। গায়ে শাড়ীর সাথে হাতে বন্দুক, মুখে দাড়ি-গোঁফ। পোস্টারে অনেকটা বৃহন্নলার বেশে ধরা দিয়েছিলেন অভিনেতা।

 

 

সুত্র:যমুনা অনলাইন

Print Friendly and PDF