প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৩৪ : পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এবারের নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে পেরেছেন। জার্মানির মিউনিকে প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ নির্মাণের পর এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা ও স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে তার সরকার কাজ করছে বলে জানান তিনি।
এসময় তিনি বলেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে বিরাট কাজে লাগে। ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন এবার যদি ক্ষমতায় না আসতাম, তাহলে গত ১৫ বছরে যে উন্নয়ন করেছি তা বিএনপি জামাত ক্ষমতায় এসে নষ্ট করতো। তিনি বলেন বিএনপি নির্বাচনে হেরে যাবে বলেই নির্বাচনে আসেনি।
এসময় দেশে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয়, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যাতে আর ছিনিমিনি খেলতে না পারে সেদিকে প্রবাসীদের লক্ষ্য রাখার আহবান জানান তিনি।
সুত্র:বৈশাখী অনলাইন