প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:০৪ : পূর্বাহ্ণ
ভারতের মেদিনীপুরের জোড়া মসজিদের ১২৩তম বার্ষিক ওরশ উপলক্ষে ২২শ’ বাংলাদেশী যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে গেছে একটি বিশেষ ট্রেন। বুধবার (১৪ই ফেব্রুয়ারি) রাত ১০টায় বিশেষ ট্রেনটি যাত্রা শুরু করে।
আগামী ১৭ই ফেব্রুয়ারি হযরত আব্দুল কাদের জিলানী (রা.) এর বংশধর মেদিনীপুরী- এর ১২৩তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণের জন্যই ভারত গেলেন বিশেষ ট্রেনটির যাত্রীরা। ওরশ শেষে ১৯শে ফেব্র“য়ারি আরেকটি বিশেষ ট্রেনে রাজবাড়ী ফিরে আসবেন তারা।
জানা যায়, শত বছরেরও বেশি সময় ধরে ঐ ওরশকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে চলে আসছে এই বিশেষ ট্রেন সার্ভিস।
এদিকে, মেদিনীপুরের ওরশের সাথে মিল রেখে একই দিনে রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরীফেও চলে নানা আনুষ্ঠানিকতা।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌছাতে পারে এজন্য রেল কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। ট্রেনযাত্রা নির্বিঘœ করতে নিয়োগ দেয়া হয়েছে সিকিউরিটি গার্ড, ইলেকট্রিশিয়ান ও এটেনটেন্ড।