চট্টগ্রাম, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:২২ : অপরাহ্ণ

 

ইন্দোনেশিয়ায় চলছে জাতীয় নির্বাচন। বিশ্বের সবচেয়ে বড় একদিনের নির্বাচন এটি। দেশটির প্রায় ২০ কোটি ৫০ লাখ ভোটার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ সাংসদ ও জনপ্রতিনিধি বেছে নেবেন।

প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত এই দেশটিতে ৮ লাখের বেশি বুথ রয়েছে। তিনটি টাইম জোনে চলছে ভোটগ্রহণ। আজই নির্বাচনের ফল ঘোষণার কথা রয়েছে। তবে জাকার্তা ও জাভার কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে।

নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে রয়েছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ানতো, জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো।

 

 

ইন্দোনেশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশ। আবার এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যেও সবথেকে বড়। ১৯৯৮ সালে সুহার্তোর শাসনামল শেষ হওয়ার পর থেকে দেশটি নিরবছিন্নভাবে গণতন্ত্রের পথে হাটছে। দেশটির নির্বাচন জটিল হওয়ার অন্যত্যম কারণ ভোট আয়োজন ও গণনার চাপ। বিপুল সংখক ব্যালট পেপারের প্রতিটিতে কয়েকশ প্রার্থীর নাম থাকে।  যার কারণে নির্বাচন আয়োজন নির্বাচনী কর্মকর্তাদের জন্য বিশাল চাপের বিষয় হয়ে দাঁড়ায়।

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF