চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাখাইনের উপ-মিশন থেকে সরিয়ে নেয়া হচ্ছে বাংলাদেশিদের

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৫৩ : পূর্বাহ্ণ

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল লড়াই অব্যাহত আছে। নিরাপত্তার খাতিরে সিত্তেতে বাংলাদেশ উপ–দূতাবাসের কূটনীতিকদের ইয়াঙ্গুনে সরিয়ে নেয়া হচ্ছে। রোববার (১১ ফেব্রুয়ারি) ইয়াঙ্গুন থেকে মুঠোফোনে চ্যানেল 24 কে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন।

তিনি জানান, বাংলাদেশের ওই মিশনের কূটনীতিক ও কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেয়া হচ্ছে ইয়াঙ্গুনে। উপ-দূতাবাসের তিন কর্মকর্তা রোববার ইয়াঙ্গুনে পৌঁছেছেন। বাকি সাতজন আশা করা হচ্ছে মঙ্গলবার পৌঁছে যাবে।

এদিকে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ(বিজিপি), পুলিশ ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থার সদস্যদের ফিরিয়ে নিতে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ সিত্তেতে অপেক্ষা করছে।

বাংলাদেশের অনুমতি পাওয়ার পর মিয়ানমার নৌবাহিনীর ওই জাহাজ মাঝ সমুদ্র থেকে নিজেদের লোকজনকে দেশে ফিরিয়ে নেবে। রোববার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে মিয়ানমারের লোকজনকে ফেরত পাঠানোর বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

 

 

সুত্র: চ্যানেল২৪

Print Friendly and PDF