প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:১৬ : পূর্বাহ্ণ
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের রামুতে দুই কেজি স্বর্ণের গহনাসহ চোরাচালন চক্রের এক নারীকে সদস্যকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের মূল্য ২ কোটি টাকা। শনিবার (১০ ই ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, অবৈধ পথে মিয়ানমার থেকে বাংলাদেশে স্বর্ণ আসার খবরে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালানো হয়। ওই সময় সিএনজি অটোরিকশার যাত্রী উলায়িং রাখাইনকে সন্দেহের পর আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে দুই কেজি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল পাওয়া যায়। পরে তাকে রামু থানায় সোপর্দ করা হয়।
রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, অবৈধ পথে স্বর্ণ পাচারের খবর পেয়ে তল্লাশির সময় ওই নারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ কক্সবাজার ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।
সুত্র:বৈশাখী অনলাইন