চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়ীয়া সমিতি চট্টগ্রাম এর সা‌থে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনাল‌য়ের ম‌ন্ত্রির মত বি‌নিময় সভা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ১:১৪ : অপরাহ্ণ

শাহীন মাহবুব,চট্টগ্রাম :গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব বীর মুক্তিযুদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সাহেব চট্টগ্রাম আগমনে ব্রাহ্মনবাড়ীয়া সমিতির ‌নে‌ত্রিবৃন্দ শু‌ভেচ্ছা জানান।
চট্টগ্রাম সার্কিট হাউসে সৌজন্যে স্বাক্ষাত এবং ফুল দিয়ে বরণ  করেন ব্রাহ্মণবাড়ীয়ার চট্টগ্রামে বসবাসরত   ব্রাহ্মনবাড়ীয়া সমিতির চট্টগ্রামে  পরিচালনা কমিটির  সম্মানিত ক্যাপ্টেন সফিকূল ইসলাম  ভূইয়া, ব্রাহ্মণবাাড়ীয়া সমিতি চট্টগ্রামের সেক্রেটারি  খন্দকার মোঃ বিল্লাল হোসাইন, ইন্জিনিয়ার রেজাউল  বারী, মোঃশামীম উসমান, মো: ইকবাল হাজারী,  মো গোলাম জিলানী বাদল, মুহাম্মদ আসাউল্লাহ, মোঃ হেলাল,  শেখ বাশার এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশ  পত্রিকার চট্টগ্রামের ব‌্যু‌রো চিফ শাহীন মাহবুব  সহ আরো অরো অ‌নে‌কে।
সৌজন্যে  সাক্ষাৎতকারের সময় মন্ত্রী মহোদয়ের কাছে ব্রাহ্মনবাড়ীয়ার সমিতির চট্টগ্রামের নেত্রীবৃন্দরা সমিতির কিছু গুরুত্বপূর্ণ  বিষয়  মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন  পেশ করেন এবং মন্ত্রী মহোদয় সহযোগিতার আশ্বাস দিয়ে সকলের কাছ থেকে বিদায় নেন।

Print Friendly and PDF