চট্টগ্রাম, শুক্রবার, ১৭ মে ২০২৪ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে আ. লীগের ফরম বিক্রির শেষ দিন আজ

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:০৭ : পূর্বাহ্ণ

 

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন আজ। দ্বাদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দলটির জন্য সংরক্ষিত ৪৮টি নারী আসনের বিপরীতে এ পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন এক হাজার ৩৩২ জন। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)।

গত দুদিন সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চলে ফরম বিক্রি কার্যক্রম। এই ফরম বিক্রি থেকে দলটি আয় করেছে ছয় কোটি ৬৬ লাখ টাকা।

 

সরেজমিন দেখা গেছে, সকাল থেকে বিভাগভিত্তিক বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন সম্ভাব্য প্রার্থীরা। একই বুথে আবার জমা দিতে হচ্ছে ওই ফরম।

প্রথম দুই দিন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণসহ অনেকে। তবে নায়িকা বা গায়িকা নয়, মনোনয়নের জন্য কর্মীদের মূল্যায়ন করতে কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নারী কর্মীদের।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের ফল প্রকাশের ৯০ দিনের মধ্যে সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।

 

Print Friendly and PDF