চট্টগ্রাম, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে ৩ মাস নিখোঁজ ১১ জেলে

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৪১ : পূর্বাহ্ণ

 

সাগরে মাছ ধরতে গিয়ে তিন মাস আগে নিখোঁজ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ১১ জেলে সন্ধান এখনও মেলেনি। তাদের ট্রলারেরও খোঁজ পাওয়া যায়নি। স্বজনরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়েও কোন খোঁজ পায়নি। উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটছে তাদের।

ছেলে মোর্শেদের ছবি হাতে কান্নায় আর শোকে দিন কাটছে মা খাদিজা বেগমের। তিন মাস আগে সাগরে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি মোর্শেদ।

 

জানা যায়, গেল ৯ই নভেম্বর কক্সবাজারের কুতুবদিয়া উত্তর ধুরুং দরবারঘাট এলাকার বাহাদুরের ট্রলারে মাছ ধরতে যায় ১০ জেলে। তারা ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা। ট্রলারের মালিকও জেলেদের সঙ্গে সাগরে যান। ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়লে ট্রলারসহ নিখোঁজ হন তারা। নিখোঁজদের পরিবারে এখন কান্না আর আহাজারি।

 

তিনমাস ধরে পরিবারের উপার্জনক্ষম মানুষটি না থাকায় অর্থকষ্টেওে পড়েছে এসব পরিবার। ইসলামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের কিছু সহায়তা করা হয়েছে। স্থানীয় প্রশাসন ট্রলার ও নিখোঁজ জেলেদের কোন সন্ধান জানে না। নিখোঁজ জেলেদের সন্ধানে প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।

 

Print Friendly and PDF