প্রকাশ: ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১:১৩ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খেলাধুলার মধ্যে দিয়ে প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এসময় দেশী-বিদেশী খেলাধুলায় দক্ষতা অর্জনের তাগিদও দেন তিনি।
আজ বুধবার সকালে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন।
এসময় দেশীয় খেলাগুলোকে আকর্ষনীয় করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, খেলাধুলায় আমাদের বেশি প্রশিক্ষণ দরকার, তাই খেলাধুলার প্রতি আরো বেশি দৃষ্টি দেওয়া উচিত। আর এজন্য খেলোয়ারা যাতে সঠিক প্রশিক্ষণ পায় তার জন্য প্রতিটি বিভাগ একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে। সরকার গঠনের পর খেলাধুলার প্রতি বর্তমান সরকার আরও বেশী মনোযোগী হয়েছে বলেও জানান তিনি।
খেলাধুলার সাথে সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকলে ছেলে-মেয়ের আরো বেশি উদার হবে, মন মানসিকতা ভালো হবে বলেও মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী।