চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা করবে ফ্রান্স

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:১৭ : অপরাহ্ণ

 

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ফ্রান্স বাংলাদেশকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা করবে বলে জানিয়েছন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইর সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

 

 

জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ফরাসি-বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথগবেষণা উদ্যোগ গ্রহণ এবং উভয় দেশের স্টার্টআপ, গবেষক এবং বিশেষজ্ঞদের একত্রিত করে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করা হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে স্যটেলাইট যুগে বাংলাদেশের প্রবেশে এবং টেলিযোগাযোগ ও আইসিটি খাতের উন্নয়নে ফ্রান্সের ভূমিকারও প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত দু’দেশের ঐতিহাসিক সম্পর্ককে আগামী দিনগুলোতে অনন্য উচ্চতায় নিয়ে যেতে তার প্রচেষ্টার কথা ব্যক্ত করেন।

 

 

সুত্র:যমুনা অনলাইন

Print Friendly and PDF