প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৪৫ : পূর্বাহ্ণ
এক বছরে ১০ কোটি কেজিরও বেশি চা উৎপাদন করে ১৭০ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। কয়েক বছর ধরে ১০ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এবারই প্রথম সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ২০২১ সালে ৯ কোটি ৬৫ লাখ কেজি চা উৎপাদনের রকর্ড গড়ে বাংলাদেশ।
দেশে মোট ১৬৮টি চা বাগান রয়েছে। যারমধ্যে ৯২টি চা বাগানই মৌলভীবাজারে। চা গবেষণা ইনস্টিটিউট এর তথ্য মতে ২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত এসব বাগানে প্রায় ১০ কোটি ২৯ লাখ ৯৯ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। এই সংখ্যা বাংলাদেশের চা শিল্পের ১৭০ বছরের ইতিহাসে বড় এক অর্জন।
১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায় প্রথম চায়ের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিলো। সে হিসাবে প্রায় ১৭০ বছর ধরে দেশে চা উৎপাদন হচ্ছে। গত কয়েক বছর ধরে ১০ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এবারই প্রথম লক্ষ্য অর্জনে সফলতা এসেছে।
তবে, বাগান মালিকরা বলছেন, দেশে চায়ের উৎপাদন খরচ বেড়েছে। এছাড়া ভারত থেকে চা আমদানি হওয়ায় মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তারা জানান, চায়ের উৎপাদন বাড়াতে সমতলে চা চাষে প্রণোদনা দেয়াসহ বিনামূল্যে চারা ও যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। আর বাগানগুলোতে নতুন গাছ লাগানোর দিকে নজর দেয়া হয়েছে বলে জানালেন চা গবেষণা কেন্দ্রের পরিচালক।
২০২১ সালে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল, এতদিন সেটাই ছিল চা শিল্পে উৎপাদনের বড় রেকর্ড।
সুত্র:বৈশাখী অনলাইন