প্রকাশ: ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০৫ : পূর্বাহ্ণ
তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য প্রথমেই চিকিৎসকদের কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। কেনো চিকিৎসকেরা ঢাকার বাইরে যেতে চান না, সেই কারণও খুঁজে বের করা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, গুণগত মানে বাংলাদেশের চিকিৎসকরা কোনভাবেই পিছিয়ে নেই। কর্মপরিবেশ উন্নত করতে পারলে সেবার মান আরও বাড়বে। কোনো অবস্থাতেই চিকিৎসকের উপর আক্রমণ গ্রহণযোগ্য হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, রোগী দেখার ক্ষেত্রে গাফিলতি পাওয়া গেলে কোনো চিকিৎসকে ছাড় দেয়া হবে না। প্রান্তিক পর্যায়ে স্বাস্থসেবা বৃদ্ধি করা গেলে তৃণমূলে চাপ কমে আসবে বলেও আশা প্রকাশ করেন ডা. সামন্ত লাল সেন।