প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:০৭ : পূর্বাহ্ণ
বাংলাদেশে কাঁপিয়ে দিচ্ছে শীতের চরম ঠান্ডা । সারা দেশের মতো চট্টগ্রামেও শীতের তীব্র ঠান্ডায় পথের মানুষদের অবস্থা করুণ। আর প্রচন্ড এই শীতে চট্টগ্রামে তাদের কষ্টে কিছু টা স্বস্তি দিতে পাশে দাঁড়িয়েছে ” রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং মেরিন সিটি “। নগরীর অসহায়দের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে জানুয়ারি মাস জুড়ে ।
নগরীর নিউ মার্কেট থেকে শুরু করে টাইগার পাস রেললাইনের পাশে বসাবসকারী সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট রোটার্যাক্টর মেহেরুন নেসা আলিফ, সেক্রেটারি রোটার্যাক্টর সুলতান আরিফ, ট্রেজারার রোটার্যাক্টর রিদয়, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর এনাম, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর সাব্বির, ক্লাব মেম্বার রোটার্যাক্টর মিলি, রোটার্যাক্টর সোহেলস ও গেস্ট উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতে আমরা সুন্দর ভাবে সম্পূর্ণ করতে পেরেছি।
এই শীতবস্ত্র বিতরণ নিয়ে উক্ত ক্লাবের প্রেসিডেন্ট মেহেরুন নেসা আলিফ বলেন, “আমরা সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা কিছু শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি। এছাড়া আমদের ক্লাব সামাজিক উন্নয়নের জন্যে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, সামনে আরও বড় ভুমিকা রাখতে পারবো।”
রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং মেরিন সিটি ২৬ ডিসেম্বর ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ , বাংলাদেশ এর অধীনে পরিচালিত হয়। এই ক্লাবের লক্ষ্য তরুনদের স্কিল উন্নতির পাশাপাশি অসহায় মানুষদের পাশেও দাড়ানো ও দেশের উন্নয়ন এ অবদান রাখা।