চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতে মাঠে নামবে আলাভেস-বার্সা

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ২:৩০ : অপরাহ্ণ

 

আলাভেসের বিপক্ষে লড়বে বার্সেলোনা। এই ম্যাচটি মাঠে গড়াবে আজ (৩ ফেব্রুযারি) রাত সাড়ে ১১টায়। এর আগে ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বার্সা।

ভিয়ারিয়ালের কাছে হারের পর মৌসুম শেষে বার্সার কোচ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন জাভি। তারপর এ ম্যাচে মাঠে নেমেই জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাস বাড়বে জাভির দলের। ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় বার্সেলোনা।

আলাভেস ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লীগ লা লিগায় খেলে। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আসিয়ের গারিতানো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আলফনসো ফার্নান্দেজ দে ত্রেকোনিস।

Print Friendly and PDF