চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মান্দায় শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:১৫ : পূর্বাহ্ণ

 

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় প্রয়াত সংসদ সদস্য শামসুল আলম প্রামানিকের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী শিল্পপতি মো. সাদিকুল ইসলাম সোহাগের নিজস্ব অর্থায়নে প্রায় শতাধিক গরীব,অসহায় ও দুস্থদের মাঝে এসব কম্বল ও চাদর বিতরণ করা হয়।

 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মান্দা সদর ইউনিয়নের কালিকাপুর বাজারের তিন মাথার মোড়ে মান্দা উপজেলা কৃষকদল কর্তৃক আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা কৃষক দলের যুগ্ম- আহবায়ক সাইদুর রহমান । এসময় কামরুজ্জামান রিপু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪ নং মান্দা সদর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও সাহাপুর ডি.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান, ও যুগ্ম-আহবায়ক সোহরাব আলী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ৩ নং পরানপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সিদ্দিকুর রহমান,জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহ্, উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন, পরানপুর ইউনিয়ন কৃষকদল নেতা আশরাফুল ইসলাম, আফজাল হোসেন, চয়েন বিশ্বাস, মুকবুল হোসেন, ফজলুর রহমান , নজরুল ইসলাম, মেহেদী হাসান, নয়ন, নাজমুল হোসেন, মমিনুল ইসলাম ,আল-আমিন, সেলিম রেজাসহ মান্দা উপজেলা কৃষক দল, ছাত্রদল, ইউনিয়ন বিএনপি, যুবদল ,কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Print Friendly and PDF