চট্টগ্রাম, রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে

প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৪ ১২:১০ : অপরাহ্ণ

 

দেশজুড়ে তাপমাত্রা কিছুটা বেড়ে কমে এসেছে শৈত্যপ্রবাহের বিস্তার। বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে এখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ মঙ্গলবার (৩০শে জানুয়ারি) সকালে তেতুঁলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

এছাড়াও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌ ও সড়ক যোগাযোগ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় অনেক এলাকায় স্কুল বন্ধ আছে।

মাসের শেষ দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়লে তাপমাত্রাও বাড়বে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আওহাওয়া অফিস।

 

Print Friendly and PDF