চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীর উন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপিদের

প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৪ ১২:৩৪ : অপরাহ্ণ

 

দল মত নির্বিশেষে ফেনীসহ দেশের সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন ফেনীর নব-নির্বাচিত তিন সংসদ সদস্য। সোমবার (২৯ শে জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ফেনী রিক্রুটিং এজেন্সি মালিক সমবায় সমিতি লিমিটেডের সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন।

 

এসময় তারা আরও বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখছেন প্রবাসীরা। রেমিট্যান্স দেশের বড় শক্তি। দেশের উন্নয়নের জন্য এর পরিধি আরও বাড়ানো দরকার বলে মত প্রকাশ করেন তারা। এসময় নবনির্বাচিত সংসদ সদস্যরা জানান, এ খাতকে এগিয়ে নিতে নিজেদের অবস্থান থেকে তারা কাজ করে যাবেন।

 

পরে ফেনী-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর হাতে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়।

 

Print Friendly and PDF