লিটলম্যাগ ত্রৈমাসিক শব্দকথা’র মাধ্যমে যাত্রা শুরু করে ৫ম বর্ষে পদার্পণ করলো শব্দকথা প্রকাশন। সোমবার (২৯ জানুয়ারি) শব্দকথা’র প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদকে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন শিশুসাহিত্যিক প্রফেসর জাহান আরা খাতুন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও ছফিনা-নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোমিন আলী, আয়ারল্যান্ড প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মোস্তাফিজুর রহমান, কথাসাহিত্যিক রুমা মোদক, বৃন্দাবন সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো: তোফাজ্জল আলী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব, ব্যাংকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেলাল আহমেদ, কথাসাহিত্যিক সিদ্দিকী হারুণ, কথাসাহিত্যিক ও অনুবাদক আখতার উজ্জামান সুমন, শিক্ষক আব্দুস ছামাদ আজাদ, কথাসাহিত্যিক লুৎফুন নীরা, চিত্রশিল্পী আশীষ আচার্য্য, চুনারুঘাট যুব এসোসিয়েশনের সভাপতি গাজিউর রহমান, সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, গল্পকার ঝর্ণা চৌধুরী প্রমুখ।