চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ বছর পর বাংলা একাডেমি পুরস্কার ফেরত

প্রকাশ: ২৯ জানুয়ারি, ২০২৪ ১:০৬ : অপরাহ্ণ

দশ বছর পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার।

রোববার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফাইয়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে জাকির তালুকদার লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’ সংযুক্ত করেছেন পুরস্কার ফেরত দেওয়ার আবেদন ফর্মের একটি ছবি এবং একটি চেকের পাতা।

তবে কি কারণে এমন পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তা প্রকাশ করেননি। এ বিষয় পরে প্রকাশ করবেন বলে জানিয়েছেন।

জাকির তালুকদার ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তার উপন্যাসের মধ্যে রয়েছে কুরসিনামা, বহিরাগত, মুসলমানমঙ্গল, পিতৃগণ, কবি ও কামিনী, মৃত্যুগন্ধী। এছাড়া গল্প, প্রবন্ধ, ছড়া, অনুবাদসহ ৩ ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে।

Print Friendly and PDF