চট্টগ্রাম, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

২২ জানুয়ারি থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেবতাকুম 

প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৪ ১০:০৯ : পূর্বাহ্ণ

হ্লাসিং থোয়াই মার্মা,বান্দরবান : টানা ৬ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে বান্দরবানের অন্যতম পর্যটন স্পট দেবতাকুম।  জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২২জানুয়ারী থেকে পর্যটকরা এই পর্যটন কেন্দ্রে ভ্রমন করতে পারবেন। তবে দুর্গম এলাকায় ভ্রমনের ক্ষেত্রে প্রশাসন থেকে অনুমতি নিতে হবে বলা জানানো হয়।
এর আগে গত বছর রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুকীচিন ন্যাশনাল ফ্রন্ট ও জঙ্গি ইস্যুতে সাড়াশি অভিযানের চলাকালে নিরাপত্তাজনিত কারণে এই পর্যটন স্পট বন্ধ ঘোষনা করেছিল প্রশাসন।
দীর্ঘ ১৪ মাস সাড়াশি অভিযানের পর এখন অনেকটা নিরাপত্তা জোরদার হয়েছে এসব এলাকায়। তাই পর্যটকদের জন্য অন্যতম এ পর্যটনকেন্দ্রটি খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

Print Friendly and PDF