চট্টগ্রাম, শনিবার, ১৮ মে ২০২৪ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঘের শীতে কাঁপছে দেশ

প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৪ ২:২৫ : অপরাহ্ণ

 

মাঘের তীব্র শীতে কাঁপছে গোটা দেশ। উত্তরাঞ্চলের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

তীব্র ঠান্ডা আর ঘনকুয়াশার চাঁদরে ঢেকে আছে প্রকৃতি। শীতে জুবুথুবু জনজীবন। ঘন কুয়াশার কারণে ঢাকাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় দেখা মেলছেনা সূর্যের । কোথাও কোথাও গভীর রাত থেকে বৃষ্টির ফোটার মতো ঝড়ে পড়া ঘনকুয়াশা ঠান্ডার মাত্রা তীব্র করেছে।

আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও বান্দরবানে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

তীব্র শীতে বাড়ছে ঠান্ডাজনিত নানান রোগ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। স্কুল-কলেজে যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে সেখানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

আবহাওয়া অফিস বলছে, আজ বুধবার রাত থেকে দেশের খুলনা, বরিশালের অনেক জায়গায় এবং কাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। এরপর শীত আরও বাড়তে পারে।

Print Friendly and PDF