চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৪ ৪:৩০ : অপরাহ্ণ

 

নিরাপত্তা, প্রতিরক্ষা, ব্যবসার সম্প্রসারণ, রোহিঙ্গা সমস্যার সমাধান ও জলবায়ু পরিবর্তনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ জানুয়ারি) নতুন পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন,পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হাছান মাহমুদ দায়িত্ব নেয়ার পর তার সঙ্গে প্রথম দেখা করেছি। আমরা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। জলবায়ু পরিবর্তন, ব্যবসার সম্প্রসারণ এবং রোহিঙ্গা সমস্যার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কীভাবে এক সঙ্গে কাজ করা যায় তা আলোচনা করেছি।

পিটার হাস বলেন, আগামী মাসগুলোতে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে মুখিয়ে আছি। পারস্পরিক অভিন্ন স্বার্থে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

 

 

সুত্র: চ্যানেল২৪

Print Friendly and PDF