চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘গ্যাসের চলমান সংকট শিগগিরই কাটবে’

প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৪ ২:০৩ : অপরাহ্ণ

 

বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন গ্যাসের চলমান সংকট শিগগিরই ঠিক হয়ে যাবে। মার্চ থেকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করাতে পদক্ষেপ নেয়া হচ্ছে। এসময় তিনি বলেন ভোলা থেকে সিএনজি গ্যাস আনার প্রক্রিয়া মার্চে শুরু হবে।

আজ দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি এসময় বলেন ৪৬টি কূপ ২০২৫ এর মধ্যে খনন করা হবে। এতে দেশে ৫০০ এসএফটি গ্যাস সরবরাহ বাড়বে ২০২৫ সাল নাগাদ।  পেট্রোবাংলা ৫০ বছরের গ্যাস উত্তোলন, সরবরাহ সংক্রান্ত মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF