চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন বিএনপির পছন্দ নয়- প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৪ ২:০০ : অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন বিএনপির পছন্দ নয়। তাই  ক্ষমতায় যেতে তারা অন্ধকার গলি পথ খুঁজে বেড়ায়।  বিএনপির ভোট বর্জনের কর্মসূচি নিয়ে তিনি বলেন দলটি নির্বাচন বর্জনের জন্য লিফলেট বিলি করায় উল্টো নির্বাচনে মানুষের অংশগ্রহণ আরও বেড়েছে।

গণভবনে সকালে প্রবাসী আওয়ামী লীগের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

দেশের জন্য প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন , বাংলাদেশের সব অর্জন ও আন্দোলন সংগ্রামে অবদান রেখেছে প্রবাসীরা। দেশের রেমিট্যান্স শক্তিশালীও করেছেন তারা।

প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগের সাথে বিএনপির সাংগঠনিক শক্তি সমান না, তা প্রমাণ হয়েছে ২০০৮ সালের নির্বাচনে। তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত তাই তারা নির্বাচনে আসতে চায় না। বিএনপি অন্ধকার গলির পথ খুঁজে বেড়ায় ক্ষমতায় আসতে, আলো ঝলমল নির্বাচনের পথে তারা পথ হারায়। নিজেরা অফিসে তালা দেয় আবার নিজেরাই ভাঙ্গে। বিএনপি এখন পথ হারানো পথিক।

 

তিনি বলেন এখনো চক্রান্ত শেষ হয়নি, এখনো শুনি নির্বাচন বাতিল করতে হবে। জনগণ আমাদের ভোট দিয়েছে, জনগণের জন্য কাজ করে যাবো। প্রবাসীদের দেশের কল্যাণে কাজের আহবান জানান প্রধানমন্ত্রী।

Print Friendly and PDF