প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৪ ১১:০৭ : পূর্বাহ্ণ
গাইবান্ধায় এক নারী উদ্যোক্তার চেষ্টায় পাপোস তৈরি করে সাবলম্বি হয়েছে দুই শতাধিক নারী। বাড়ির কাজের পাশাপাশি খন্ডকালীন কাজ করে বাড়তি আয় করছেন তারা। তাদের উৎপাদিত রকমারি পাপোস জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। কারখানাটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক।
গার্মেন্টসের অপ্রয়োজনীয় কাপড় ও সুতা দিয়ে বাহারি পাপোস তৈরি করে আলোচিত হয়েছেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারী উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন। গ্রামের নারী ও কিশোরীরা এক সঙ্গে বসে তৈরি করছেন নানা ধরনের পাপোস। ২০২২ সালের জানুয়ারিতে মাত্র ১০জন নারী নিয়ে পাপোস তৈরির কাজ শুরু করেছিলেন সাবিনা ইয়াসমিন। এখন তার কারখানায় কাজ করেন ২শ ৫০ জন নারী।
প্রতিদিন ৪০ থেকে ৬০টি পাপোস তৈরি করে আয় হয় ২শ থেকে ৩শ টাকা। অনেকে দরিদ্র শিক্ষার্থী তাদের পড়ালেখার খরচ জোগাচ্ছে এখানে কাজ করে।
সরকারি সহযোগিতা পেলে আরও বড় পরিসরে কারখানা তৈরি করার কথা জানান নারী উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন। কারখানাটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিকের গাইবান্ধার সহকারি মহাব্যবস্থাপক রবিন রায়।
সুত্র:বৈশাখী অনলাইন