প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৪ ১১:২৬ : পূর্বাহ্ণ
সারাদেশে আরও বেড়েছে শীতের তীব্রতা। মাঝরাত থেকে কুয়াশায় ঢাকা পড়ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা।
বিশেষ করে উত্তরের জনপদে ঘন কুয়াশায় ও তীব্র শীতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সেইসাথে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। ব্যাহত হচ্ছে চলাফেরাসহ স্বাভাবিক কাজকর্ম। বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বয়স্করা। অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে সড়ক-মহাসড়কে চলাচল করছে যানবাহন।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গতকালের তুলনায় আজকে শৈত্যপ্রবাহের মাত্রা কিছুটা কমে আসছে। আজ দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।