চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও চেলসির জয়

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৪ ১১:৪০ : পূর্বাহ্ণ

 

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আলাদা ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং চেলসি।

সেন্ট জেমস পার্ক স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক নিউক্যাসেল ইউনাইটেডকে। খেলার প্রথমার্ধের ২৬ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় ম্যান সিটি। খেলার ৩৫ মিনিটে ২মিনিটের ব্যবধানে আলেক্সান্ডার আইসাক ও অ্যান্থনি গর্ডন স্বাগতিকদের পক্ষে একটি করে গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় নিউক্যাসেল ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৭৪ মিনিটে কেভিন ডি ব্র“ইনের গোলে সমতায় ফিরে ম্যান সিটি। খেলার শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে সফরকারিদের ব্যবধান বাড়ায় অস্কার বব।

এদিকে, নিউক্যাসেল আর গোল না করতে পারলে ৩-২ গোলের জয় নিশ্চিত হয় সিটিজেনদের। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে পেপ গার্দিওলার দলটির।

Print Friendly and PDF