চট্টগ্রাম, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রায় ৬ ঘণ্টা বন্ধের পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফে‌রি চলাচল শুরু

প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৪ ১১:০৫ : পূর্বাহ্ণ

 

ঘন কুয়াশার কারণে প্রায় সোয়া ৬ ঘন্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফে‌রি চলাচল স্বাভা‌বিক হয়েছে।

বৃহস্প‌তিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গে‌লে এই রুটে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে এরুটে ফে‌রি চলাচল বন্ধ করে দেয় বিআইড‌ব্লিউটি‌সি কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় থেকে ভোগা‌ন্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল পৌনে ১০টার দিকে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়েছে। এর আগে কুয়াশায় কিছুই না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়ে‌ছি‌ল। এখন নদী পারের অপেক্ষায় সি‌রিয়ালে থাকা যানবাহনের সি‌রিয়াল দ্রুত কমে যাবে।

Print Friendly and PDF