চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল থেকে আবার মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল

প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৪ ২:৪৮ : অপরাহ্ণ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরতির পর আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খেলা। শুক্রবার বিপিএল ফুটবলের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি ঢাকা আবাহনীর। দুই ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় পায়নি আকাশী-হলুদরা। তবে এবার ঘুরে দাঁড়াতে চায় এই ঐতিহ্যবাহী দলটি। অন্যদিকে, ছন্দে থাকা শেখ জামাল জয় দিয়ে পয়েন্ট টেবিলের এগিয়ে যেতে চায়।

অপরদিকে, রাজশাহীতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। আর মুন্সিগঞ্জে, রহমতগঞ্জের মুখোমুখি হবে  চট্টগ্রাম আবাহনী। তিনটি খেলা শুরু হবে দুপুর ২ টা ৪৫ মিনিট। অন্যাদিকে, ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনাতে ফর্টিস ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস, খেলা শুরু হবে বিকাল ৫ টায়।

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF