চট্টগ্রাম, শনিবার, ১৮ মে ২০২৪ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন আওয়ামী লীগের নব নির্বাচিত সংসদ সদস্যরা

প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২৪ ১১:২৯ : পূর্বাহ্ণ

 

শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের পথচলা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগের নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছে আজ।

আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে স্পিকার নিজে শপথ নেন।

শপথ অনুষ্ঠানে, নির্বাচিত সংসদ সদস্যদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শপথ নিয়েছেন।

 

গেল ৭ই জানুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৯৮ আসনের সরকারি ফল ও নির্বাচিতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নওগাঁ-২ আসনের ভোট স্থগিত আছে এবং ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ফল স্থগিত রেখেছে ইসি।

চূড়ান্ত ফলাফলে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, স্বতন্ত্র  প্রার্থী ৬২ এবং জাসদ, ওয়ার্কার্স পার্টি ও ক্যলাণ পার্টি একটি করে আসনে জিতেছে।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF