চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর দোয়া ও মোনাজাত

প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৪ ১০:১৪ : পূর্বাহ্ণ

 

টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বনানী কবরস্থানে ‘৭৫-এর ১৫ আগস্টে নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে স্বজনদের কবর জিয়ারত ও মোনাজাত করেন তিনি। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রাধনমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

 

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

সুত্র: চ্যানেল২৪

Print Friendly and PDF