প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৪ ১০:৩৯ : পূর্বাহ্ণ
ঘন কুয়াশা কমে আসলেও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়ছে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জনপদ। আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ থেকে রাতের তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে। তবে দুই-তিন দিনের মধ্যে দেশে শৈত্যপ্রবাহের তেমন আশঙ্কা নেই।
এদিকে, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বিঘিœত। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোর ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এদিকে নদী পার হতে আসা বেশ কিছু যানবাহন আটকা পড়েছে ঘাট এলাকায়। ফলে আটকে পড়া যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্টদের তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগেপড়তে হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক এ তথ্য নিশ্চিত করে জানান, কুয়াশার কারণে এ নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
সুত্র:বৈশাখী অনলাইন