প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৪ ৬:৪৫ : অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার (৯ই জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি। শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।
তবে ভোটের কতদিন পর গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্যপদ খারিজ হয়ে যাবে।
সুত্র:বৈশাখী অনলাইন