চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তার পানি ছেড়েছে ভারত, বাংলাদেশে বন্যার শঙ্কা

প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৪ ১১:২১ : পূর্বাহ্ণ

 

ভারতের পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারেজের লকগেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বাংলাদেশের তিস্তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) এই ব্যারেজ দিয়ে প্রায় দেড় লাখ কিউসেক পানি ছাড়া হয়।

সাধারণত শীতকালে এই ব্যারেজ খোলা হয় না। তবে এবার শীতকালেই ব্যারেজের লকগেট খোলা হল। যদিও এই বিপুল পানি ছাড়ার কারণ জানায়নি কর্তৃপক্ষ।

তবে ধারণা করা হচ্ছে, শীতের মৌসুমে দার্জিলিংয়ের বরফ গলা পানিতে হড়পা বানের আশঙ্কা থেকেই বিপুল পরিমাণ এ পানি ছাড়া হয়েছে। এর ফলে বাংলাদেশের তিস্তার পার্শবর্তী এলাকার পাশাপাশি ভারতের কয়েকটি এলাকাতেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

 

 

সুত্র:যমুনা অনলাইন

Print Friendly and PDF